উপকূলীয় প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারস্থ জামায়াত কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি বাবলুর রহমান মোল্লার সভাপতিত্বে সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মাস্টার আবদুর রশিদ, মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা গাজী আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা মিজান।
অনুষ্ঠানে বাবলুর রহমান মোল্লাকে সভাপতি ও শওকাত হোসেন পাড়কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।