ডেস্ক রিপোর্ট: কলকাতায় সব্যসাচী পুরস্কার ২০২৫ পেয়েছেন সাতক্ষীরার মেয়ে কবি ও আবৃত্তিশিল্পী অ্যাড. শিমুল পারভীন।
গত ২৪ মার্চ কলকাতার রবীন্দ্র সদনে দোলন চাঁপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়া আয়োজিত অনুষ্ঠানে কবিতায় বিশেষ অবদানের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি শিমুল পারভীন।
এর আগে গত ২২ মার্চ কবি শিমুল পারভীন বইমেলার সেরা বই পুরস্কার ২০২৫ পান।
প্রসঙ্গত, কবিতা, গল্প, উপন্যাস, শিশুতোষ, পাঠ্য, ভ্রমণকাহিনীসহ শিমুল পারভীনের ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৭।