শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

৯ দফা দাবিতে সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

প্রতিবেদক
the editors
আগস্ট ৩, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এতে সাতক্ষীরা শহরের অভ্যন্তরে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটে শহরের খুলনা রোড মোড় থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে ফিরে আসে। পরে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় নয় দফা দাবিতে স্লোগানে স্লোগানে গোটা এলাকা মুখরিত করে তোলে তারা।

তারা খুলনা রোড মোড়ে অবস্থান নিলে আশে পাশের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। এসময় বিক্ষোভ মিছিলে অনেক পথচারী ও সাধারণ মানুসকে সম্পৃক্ত হতে দেখা যায়।

কর্মসূচি শুরুর আগেই শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটানোর নিশ্চয়তা দেওয়ায় পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করে।

পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে খুলনা রোড মোড় থেকে মিছিল নিয়ে নারকেলতলা এলাকায় গিয়ে মিছিল শেষে সকলে বাড়ি ফিরে যায়।

শিক্ষার্থীরা বলেন, দেশব্যাপী শিক্ষার্থী ও নাগরিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত নয় দফা দাবি আদায়ে আমরা বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করেছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে জেলা বিএনপির নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীনসহ ছাত্রদল-যুবদলের অসংখ্য নেতা-কর্মীকে অংশ নিতে দেখা যায়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডে আরসিসি ঢালাইয়ের রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন

সাপ নিয়েই হাসপাতালে দংশনের শিকার নারী

বাঙালির গৌরবের অমর একুশে আজ

মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ, সাগরে যেতে প্রস্তুত জেলেরা

বিএনপির মহাসমাবেশ: যে যেভাবে পারছেন জড়ো হচ্ছেন নয়াপল্টনে

উত্তাল হচ্ছে সমুদ্র: ঘূর্ণিঝড় মোচার বার্তায় সতর্ক পশ্চিমবঙ্গ

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি সাত্তারের মৃত্যু

আমরা আর অশান্তি-সংঘাত চাই না: শেখ হাসিনা

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে: সংসদে আইনমন্ত্রী

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

error: Content is protected !!