শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবে প্রাণের উচ্ছ্বাস

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব। এসময় প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষে শহর জুড়ে আনন্দ শোভাযাত্রা বের করে শিক্ষার্থীরা। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরীমোহন সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক হাবিবুল হুসাইন, সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, আব্দুর রাজ্জাক, আব্দুল মাজেদ, বর্তমান প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, উদযাপন কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রাসেলসহ প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।

অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেয়াজের পরিচালনায় স্মৃতি রোমন্থন করেন বক্তারা।

বিকালে ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীদের পরিচয়পর্ব শেষে সাংস্কৃিতক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!