সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

প্রতিবেদক
the editors
আগস্ট ১৪, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ম্যাচের আবহে অনুশীলন করছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা। আগুন লেগে যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে। মূলত শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে বলে জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন। পরে স্টেডিয়ামে ডাকা হয় ফায়ার সার্ভিসও। আগুনের স্থায়ীত্ব ছিল দুই মিনিট।
মিরপুরে গতকাল থেকে শুরু হয় রুদ্ধদ্বার অনুশীলন। বৃষ্টির কারণে অবশ্য গতকাল অনুশীলন হয়নি। তবে আজ থেকে তা হয় পুরোদমে। আগুন লাগার ঠিক আগে মেঘলা আকাশে ফ্লাডলাইটে আলোয় ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। ঘটনার পর ড্রেসিং রুমের দিকে সরে আসেন ক্রিকেটাররা।

আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়ে যাবে বাংলাদেশ দল। তার আগে ২৫ আগস্ট পর্যন্ত মিরপুরে চলবে অনুশীলন। আগামী ১৭ আগস্ট পর্যন্ত রুদ্ধদ্বার অনুশীলন কাভার করতে পারবেন না কোনো সাংবাদিক।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!