স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ যশোর মেডিকেল কলেজ শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যশোর মেডিকেল কলেজের হল রুমে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের প্রফেসর ডা. আহসান হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মিলন খান, মাহমুদুল হাসান বাবু, সাংগাঠনিক সম্পাদক অতনু বর্মন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম অনিক, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. আসিফ হাসান, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল। কর্মী সভা সঞ্চালনা করেন যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজ শাখার সভাপতি শাহাজাত জাহান দিহান।
কর্মীসভায় দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতারা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী ১০ জন ছাত্রনেতার বায়োডাটা গ্রহণ করেন। তবে শীর্ষপদ প্রত্যাশী কোনো নারী নেত্রী বায়োডাটা জমা দেয়নি বলে জানা গেছে।