রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সিরিজ জয়ের সুবাস পাচ্ছে ভারত

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ৪৬ রানের লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারেনি ইংল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে ১৪৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

প্রথম ইনিংসে শেষে পিছিয়ে থাকা ভারত এখন পাচ্ছে সিরিজ জয়ের সুবাস। ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। জয় পেতে তাদের আরও দরকার ১৫২ রান।
রাঁচি টেস্টে ৭ উইকেটে ২১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে টেলএন্ডারদের নিয়ে দারুণ লড়াই করেন ধ্রুব জুরেল। ৮৮ রান যোগ করে ৩০৭ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ৬ চার ও ৪ ছক্কায় ৯০ রানে আউট হন জুরেল। এছাড়া কুলদীপ করেন ২৮ রান। ইংল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন তরুণ স্পিনার শোয়েব বশির।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। জ্যাক ক্রলি (৬০) ছাড়া কেউই পাননি ফিফটির দেখা। দুর্দান্ত বোলিংয়ে ৫১ রান খরচে ৫ উইকেট নেন অশ্বিন। এটি তার ক্যারিয়ারে ৩৫তম ফাইফার। টেস্ট ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ। এছাড়া স্রেফ ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কুলদীপ।

দিনের বাকি সময়টি কোনো বিপদ ছাড়াই পার করে ভারত। যশস্বী জয়সওয়াল ১৬ ও অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত আছেন ২৪ রানে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!