ডেস্ক রিপোর্ট: চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপন’কে গ্রেফতার করেছে র্যাব-৬।
শুক্রবার যশোর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপন সাতক্ষীরার কলারোয়ার তুলশীডাঙ্গার কাজী শহিদুল ইসলাম শহিদুলের ছেলে।
র্যাব জানায়, সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপন (৩৬) এর বিরুদ্ধে ২০২১ সালের ডিএমপি দক্ষিণখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের হয়। এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে। তাকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার র্যাব-৬ এর সদস্যরা যশোর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।