ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে সেফটি ট্যাংকে নেমে অক্সিজেন সংকটে দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের ছেলে মিলন সরকার (২২) ও একই গ্রামের বসুদেব বিশ্বাসের ছেলে আশুতোষ বিশ্বাস (৪৫)।
স্থানীয়রা জানান, মিলন সরকার ওই বাড়িতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। সেখানে ১০ দিন আগে একটি সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাই করা হয়। আজ বিকালে মিলন সরকার ওই সেফটি ট্যাংকির ঢাকনা খুলে সেন্টারিং খোলার জন্য ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারপর আর কোনো সাড়া শব্দ না পাওয়ায় গৃহকর্তা নিমাই সরকারের আপন ভাই আশুতোষ বিশ্বাস তাকে উদ্ধার করতে সেফটি ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনিও নিঃসাড় হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন এবং একজন ভিতরে নেমে দড়ি দিয়ে বেধে তাদের উদ্ধার করেন। এরই মধ্যে ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুততার সাথে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ সপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা রেন।
আশাশুনি থানার এসআই আব্বাস আলী ঘটনাস্থল থেকে জানান, সেফটি ট্যাংকির ভেতরে অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হতে পারে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।