শনিবার , ৮ জুলাই ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
the editors
জুলাই ৮, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর দেবহাটা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ৩টি বালু বোঝাই নৌকা জব্দসহ আটক তিন ব্যক্তিকে অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন, বসন্তপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ইয়াসিন আলী, একই এলাকার মৃত হাসান আলীর ছেলে আব্দুল হালিম ও ধোপাডাঙ্গা গ্রামের আলম বারীর ছেলে আল-আমিন।

জানা গেছে, ইছামতি নদীন ভাঙন রোধে চলতি বাংলা সনের বৈশাখ মাস থেকে দেবহাটার বালুমহাল ইজারা বন্ধ করে জেলা প্রশাসন। তবে কালিগঞ্জ উপজেলার খানজিয়া সীমান্তের বালুমহাল ইজারা নেন দেবহাটার আওয়ামী লীগ নেতা আফছার উদ্দীন আহমেদ বাবলু। আটকৃতরা তারই কর্মচারী। তারা দীর্ঘদিন দরে খানজিয়া বালুমহালে বালু কাটার নাম করে প্রশাসনের নজর এড়িয়ে দেবহাটার বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

শনিবার চক্রটি দেবহাটা বালুমহাল থেকে বালু উত্তোলন করতে গেলে তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন চলতি দায়িত্বরত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম।

পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি মহল ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারা ভঙ্গের অপরাধে ১৫ ধারানুযায়ী জরিমানা আদায় করেন। এসময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন তিনি।

এছাড়া নৌকায় থাকা ৩ হাজার ঘনফুট বালু জব্দ করে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি নদীর বেড়িবাধে বালুর পাহাড় গড়ে পরিবেশ নষ্ট করায় বালু মালিকদের পরবর্তী দুই দিনের মধ্যে নদীর পাড় থেকে বালুর স্তুপ সরিয়ে ফেলারও নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!