কয়রা (খুলনা) প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে শিশুদের ব্যবহার না করার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশান ও এনসিটিএফের সদস্যরা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম মালেক, সংগঠনের সদস্য অ্যাড. আনিছুর রহমান, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, মোঃ রিয়াছাদ আলী, মোঃ ফরহাদ হোসেন, জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, পরিত্রাণের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন, এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ।