ডেস্ক রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। সেদিন স্লিপে ক্যাচ লুফে নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন টাইগার এই ক্রিকেটার। এরপর তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন সৌম্য।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, বিপিএলটা অন্তত শুরু থেকেই খেলতে পারবেন সৌম্য। কিন্তু আঙুলের সেই চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। যে কারণে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে শুরুর দিকে নেই সৌম্য।
দ্রুত মাঠে ফিরতে চলতি সপ্তাহেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছেন সৌম্য। এভারকেয়ার হাসপাতালের ডাক্তারের তত্বাবধায়নে রয়েছেন এই ব্যাটিন অলরাউন্ডার। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে হাতের সেলাই কাটার কথা রয়েছে সৌম্যের।
বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন সৌম্য, খেলতে পারবেন বিপিএলে?
এরপর জানা যাবে কবে নাগাদ মাঠে ফিরছেন তিনি। ঢাকা পোস্টকে এমনটাই নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। তবে ধারণা করা হচ্ছে সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে সৌম্যের।
এর আগে বিসিবি সৌম্যেকে নিয়ে এক বিবৃতিতে জানিয়েছিল, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে।