কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঠিকাদার এফএম আব্দুল্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন মোস্তফা শফিকুল ইসলাম, এসএম মজিানুর রহমান, এমএ হাসান, মনজুর হোসেন লাভলু, আফজাল হোসেন, শেখ মনিরুজ্জামান মনু, জানে আলম জন্নুন, মাসুম বিল্লাহ, ইমরান হোসেন, জিয়াউর রহমার ঝন্টু, সুজন হোসেন প্রমুখ।
আলোচনা শেষে আগামী তিন বছরের জন্য কয়রা ঠিকাদার কল্যাণ সমিতির ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম মিজানুর রহমান, সহসভাপতি মেহেদী হাসান মিলন, সাধারণ সম্পাদক এমএ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ এফএম আব্দুল্যাহ, দপ্তর ও প্রচার সম্পাদক এম মাসুম বিল্লাহ, কাযর্য নির্বাহী সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু ও আবজাল হোসেন।