মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জের পতিত জমিতে মিষ্টি কুমড়া চাষে দারিদ্র্য জয়

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ

মেহেদী হাসান, মৌতলা: কালিগঞ্জের পতিত জমিতে মিষ্টি কুমড়া চাষে সাফল্য পেয়েছেন স্থানীয় নারীরা। এতে দারিদ্র্য ঘুচিয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন তারা।

জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জে ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় ও মিশন মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে নারী নেতৃত্বাধীন সিএসওদের অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প, ফেজ-২ এর আওতায় উপজেলার বেনাদনা গ্রামের পতিত জমিতে মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক হতদরিদ্র নারী।

তিন বছরে কাঁচা-কুঁড়ে ঘর থেকে এখন আধাপাকা ঘরে বসত তাদের। কুমড়া চাষের এমন সাফল্য দেখে উচ্ছ্বসিত অন্য এলাকার কৃষকরাও। অনুপ্রেরণা দিয়ে আগামীর স্বপ্ন দেখাচ্ছেন কৃষি কর্মকর্তারা।

কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের দরিদ্র কৃষাণী কুলসুম বেগম ও মুসলিমা খাতুন জানান, তারা এ’বছর দুই বিঘা জমিতে মিষ্টি কুমড়ার বীজ রোপন করেন। কুমড়া চাষে তাদের ব্যয় হয় প্রায় ২০ হাজার টাকা। আয় হবে এর তিনগুণ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!