ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ও জেলা পুলিশ সুপার পতœী ডা. রোকেয়া আক্তার, সাবেক শিক্ষক সুকৃতি কুমার রায়, শিক্ষক মোস্তফা খায়রুল আবরার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রেশমা খাতুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ফয়জুল হক বাবু, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদ, শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আম্বিয়া খাতুন, চায়না পারভীন, মাহমুদা আক্তার, সাপাকিয়া মারিয়া, জেসমিন আক্তার প্রমুখ।