ডেস্ক রিপোর্ট: অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি ও সাহিত্যিক ওসমান গনির চতুর্থ কাব্যগ্রন্থ ‘হেমলতার বিষ পেয়ালা’।
মেলায় উচ্ছ্বাস প্রকাশনীর ৬৬৯নং স্টলে পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থটি। আরও রয়েছে তার ‘জল জোছনা ও বঞ্চিতা’ নামে পাঠকনন্দিত দুটি উপন্যাস এবং ‘নষ্ট নারীর গল্প’, ‘সেই তোমার এই আমি’ এবং ‘বিমূর্ত সন্ন্যাসী’ নামের বহুল আলোচিত তিনটি কবিতার বই।
কবি ও সাহিত্যিক মো. ওসমান গনির পৈত্রিক নিবাস সাতক্ষীরার দেবহাটা উপজেলার চরশ্রীপুরে।
শখের বশেই লেখালেখি শুরু করেন তিনি। যা এখন তাকে সাহিত্য অঙ্গনে সমাদৃত করে তুলেছে।
মো. ওসমান গনি সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের উপদেষ্টা এবং মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ফাইন্যান্স সেক্রেটারি।