মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপ

প্রতিবেদক
the editors
মার্চ ২১, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র উদ্যোগে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারের লেক ভিউ’তে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্ক এর সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সংলাপের অংশ হিসেবে ‘সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাই প্রধান’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ও বিপক্ষে অংশ নেয় সাতক্ষীরা সরকারি কলেজ। প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার এবং বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস ও সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক কৃষ্ণপদ সরকার।

সংলাপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ফোরব’র কান্ট্রি ডিরেক্টর ড. শাহানাজ করিম, সুজন-সুশাসনের জন্য নাগরিক’র সহ-সভাপতি পবিত্র মোহন দাস, সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মো. মঞ্জুর হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রয়, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা বিভাগীয় সমন্বয়কারী রুবিনা আক্তার, নারীনেত্রী জ্যোৎ¯œা দত্ত প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছফুরননেসা মহিলা কলেজের অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!