সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রা ও বাগেরহাটের জয়মনিরগোলে পৃথক অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামে এক চোরাশিকারীকে আটক করা হয়।
বাবু আলম শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ জানান, রোববার দিবাগত রাতের বিভিন্ন সময়ে খুলনার কয়রার শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও বাগেরহাটের মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত হরিণের ২০৫ মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করা হয়। এসময় হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে বাবু আলম নামে এক চোরাশিকারীকে আটক করা হয়।
জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।