ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘মহান স্বাধীনতায় শহীদ জিয়ার অবদান’ ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে জিয়া পরিষদ এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা জিয়া পরিষদ এই সভার আয়োজন করে।
সভায় জেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম. রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য মাসুম বিল্লাহ শাহীন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, কলারোয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনু, সদস্য রেজাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মুনজিতপুর একাডেমী মসজিদের পেশ ইমাম মুফতি দেলোয়ার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।