মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধাা, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, বীর মুক্তিযোদ্ধা বটোকৃঞ্চ ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, প্রাণিসম্পদ অফিসের সুধাংশ কুমার মন্ডল, বিবেকানন্দ, শরিফুল ইসলাম, রোজিনা আফরিন, সঞ্জয় কুমার মন্ডল, খামারী সুলতানা মরিয়ম, নারগীছ পারভীন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এরপর বিকালে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।