কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে প্রথম সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু এই প্লান্ট উদ্বোধন করেন।
বেসরকারি সংস্থা প্রবাহ ১১৮তম প্লান্ট হিসেবে কয়রার ষোলহালিয়া গ্রামে এটি স্থাপন করেছে।
বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সিনিয়র লেজিসলেটিভ ড্রাফটসম্যান মোঃ ফজলুর রহমান, প্রবাহ’র প্রতিনিধি আরাফাত হুদা জায়গীরদার ও অর্পি হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আকতারুজ্জামান বাবু বলেন , এ এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের। গভীর নলকূল এ অঞ্চলের অনেক জায়গায় কাজে আসে না, অগভীর নলকূপের পানিও পানযোগ্য নয়। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই অত্র এলাকায় মানুষের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য প্রায় ৩৫ কোটি টাকার উপর প্রকল্প প্রদান করেছেন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য কাজ চলমান। তবে প্রবাহের এই নতুন প্রকল্প নতুন করে আশা জাগাচ্ছে।