সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে ভিক্ষা ছেড়ে স্বনির্ভর জীবন গড়ার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ছয় জন ভিক্ষুককে মনোহারি দোকানের মালামাল, নগদ টাকা ও হাঁস-মুরগি পালনের উপকরণ উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন নগদ টাকাসহ তাদের কাছে এসব উপকরণ হস্তান্তর করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপকরণ পেয়ে আটুলিয়া ইউনিয়নের বড়কুপোট গ্রামের মোঃ আবু মনসুর শেখ দ্য এডিটরসকে বলেন, আমি পঙ্গু। আমার একটা মাত্র ছেলে আমাকে রেখে ভারতে গেছে, সে সেখানে কাজ করে। এখন আর কাজ করতে পারি না। গত কয়েক বছর ধরে ভিক্ষা করতাম। এখন স্যারেরা বিক্রি করার জন্য কিছু মালামাল দিয়েছে। এখন আর ভিক্ষা করার কোনো ইচ্ছে নেই।
কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোছা. আকলিমা খানম গত ১০ বছর ধরে ভিক্ষা করছেন। তার স্বামী সন্তান নেই। ভাইয়ের সংসারে থাকে সে। আকলিমা খানমের বয়স হয়েছে। এখন তিনি আর তেমন ভিক্ষা করতে পারেন না। দোকানের মালামালগুলো তার জীবিকার উৎস হবে বলে জানান আকলিমা খানমের ভাইয়ের স্ত্রী রাবেয়া খাতুন।