পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার চাঁদখালীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় এক যুবককে হুমকির ঘটনা ঘটেছে।
প্রতিবাদী ওই যুবক উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের কেরামত সরদারের ছেলে জসীম সরদার। এ ঘটনায় তিনি সোমবার (১১ সেপ্টেম্বর) পাইকগাছা থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ফুলতলা বাজারে সোনাতনের চায়ের দোকানে বসে চা পান করছিল একই গ্রামের মৃত আকবর আকঞ্জি’র ছেলে শেখ ইব্রাহিম। ঐ সময় শেখ ইব্রাহিম প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে। এসময় জসীম তার প্রতিবাদ করে। এতে জসিমের সাথে তার কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে সে জসিমের উপর চড়াও হয়ে তাকে ইট ও রড দিয়ে মারতে উদ্যত হয়। জসিমের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ইব্রাহিম তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় জসিম পাইকগাছা থানায় জিডি করেছেন, যার নং-৫৮৩।
এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিমের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, এ সব মিথ্যা। আমি এসব কথা বলিনি।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে শেখ ইব্রাহিম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।