আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন বলে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে সরকার নিয়ন্ত্রিত হোমস শহরে এ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠন’কে দায়ী করা হয়েছে।
সরকারি বার্তা সংস্থা সানা প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় শহর হোমসে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সামরিক একাডেমির স্নাতক অনুষ্ঠানে হামলা করেছে।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন নারী।
এ ছাড়া অন্তত ১২০ জন আহত হয়েছেন।
অন্যদিকে সিরিয়ান স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, প্রাথমিকভাবে ছয় নারী, ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং প্রায় ২৪০ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। শুক্রবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার।
এদিকে ‘বিস্ফোরকবাহী ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছে জানিয়ে সামরিক বিবৃতিতে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ড্রোন হামলার বিষয়ে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন।
সূত্র: বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর।