ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা চরমে উঠেছে। এতে চিকিৎসা নিতে আসা মানুষ চরম দুর্ভোগে পড়ছে।
খোঁজখবর নিয়ে জানা গেছে, হাসপাতালে সাধারণ মানুষের জন্য দেওয়া সিলিং ফ্যানগুলোর অধিকাংশই নষ্ট হয়ে পড়ে আছে। এতে সেবা নিতে আসা মানুষ প্রচণ্ড গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন।
সোমবার (৯ অক্টোবর) সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে গিয়ে দেখা যায়, সেবা নিতে আসা মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। মাথার উপর থাকা অধিকাংশ ফ্যানই নষ্ট।
সাধারণ মানুষের অভিযোগ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শীতল কুমার চৌধুরী এসবের কোনো খোঁজ খবর রাখেন না। নষ্ট ফ্যানগুলো মেরামতের ব্যাপারে কোনো ব্যবস্থাও নেন না।
অপরদিকে, ডাক্তার এবং স্টাফরা রুমে না থাকলেও তাদের রুমের ফ্যানগুলো অবিরাম ঘুরতে দেখা যায়।
ভুক্তভোগীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।