মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কৃষান মজদুর ইউনাইটেড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
the editors
অক্টোবর ১০, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ

মেহেদী হাসান, মৌতলা (কালিগঞ্জ): সাতক্ষীরার কালিগঞ্জে কৃষান মজদুর ইউনাইটেড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে একাডেমির মাঠে এই মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে বালিয়াডাঙ্গা বাজারের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-ছাত্রীরা। পরে এক সমাবেশে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারকে অপসারণ, লেখাপড়ার মান উন্নয়ন, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন ও দ্রুত শূন্যপদে নিয়োগের দাবি জানানো হয়।

এসময় বিক্ষোভকারীদের নিবৃত করতে ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রহমান মোল্লা, সাবেক মেম্বার ফজের আলী গাজী, সাবেক মেম্বার তপন বাবু ও যুবলীগ নেতা কাহারুলসহ কয়েকজন বাঁধা প্রদান করেন। তবে, আন্দোলনরত শিক্ষার্থীদের বাঁধা দিতে এসে তোপের মুখে পড়েন সাবেক তিন জনপ্রতিনিধি।

উল্লেখ্য, ১৯৭৩ সালে স্থাপিত বিদ্যালয়টি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের প্রাণকেন্দ্র বেলেডাঙ্গা বাজারের পাশেই অবস্থিত। নতুন ভবন, পরিবেশ আর অবকাঠামোর উন্নয়ন হলেও দিনের পর দিন অবনতি হচ্ছে লেখাপড়ার।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!