বৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ  

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৬, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ

রিজাউল করিম: সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রশিক্ষণ দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল ও পরিবেশ অধিদপ্তরের সহকারী প্ররিচালক সরদার শরীফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ’র সহকারী পরিচালক কে. এম.মাহাবুব কবির, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার, সদর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর হোসেন ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন।

এতে বলা হয়, শব্দ দূষণ রোধে যানবহনে সরকার ঘোষিত হর্ণ ব্যবহার করতে হবে। অযথা হর্ণ বাজানো তেকে বিরত থাকতে হবে।

কর্মশালায় শতাধিক পরিবহন চালক ও শ্রমিক অংশ নেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!