দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আবুল কাশেম (৫৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কোড়া গ্রামের মৃত মান্দার সরদারের ছেলে।
বিস্ফোরক উপাদানাবলি আইনের একটি মামলার আসামি ছিলেন আবুল কাশেম।
রোববার রাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে আবুল কাশেমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।