শহীদুজ্জামান শিমুল: শিশুর যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরায় তারুণ্য শীর্ষক পথ নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেকিং দ্য সাইলেন্স এর আয়োজন ও সেভ দ্য চিল্ড্রেন এর সহযোগিতায় বুধবার (২৯ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পথ নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাল্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালযের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাহেব আলি ও সাবেক মহিলা মেম্বার মালঞ্চ বিবি।
আরো উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান, বিজনেস ডেভলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ, কমিউনিটি সোস্যাল ওর্য়াকার মো. আব্দুল মান্নান, মো. শিমুল হোসেন প্রমুখ।
এ সময় সমাজের নারী পুরুষের লিঙ্গ ভিত্তিক বৈষম্য, বাল্য বিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়।