রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরার ৪টি আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১৭, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ৪টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের এক প্রার্থীসহ ছয়জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার মধ্যে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু, জাকের পার্টির ইফতেখার আল মামুন ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী তৌহিদুর রহমান, সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুদা খানম মেধা এবং সাতক্ষীরা-১ আসনের জাসদ (ইনু) মনোনীত প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু ও জাকের পার্টির খোরসেদ আলী।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, বিকেল ৪টার মধ্যে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এদিকে, নানা নাটকীয়তার পর আওয়ামী লীগ ও ১৪ দল এবং জাতীয় পার্টির মধ্যে আসন সমঝোতার পর সাতক্ষীরা-২ আসনে কপাল খুলেছে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশুর।

অপরদিকে, ১৪ দলের মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন সাতক্ষীরা-১ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ। যদিও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

মুস্তফা লুৎফুল্লাহ ছিটকে পড়ায় সাতক্ষীরা-১ আসনে কপাল খুলেছে আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের। #

১৭.১২.২৩

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!