আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে চালকসহ ২২ জন ছিল। এরই মধ্যে সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হাসপাতাল থেকে জানানো হয়েছে, তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাছাড়া কী কারণে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। খবর এনডিটিভির।
রোববার (২ মার্চ) মুসৌরি-দেরাদুন রাস্তা দিয়ে যাচ্ছিল বাসটি। যাত্রী ছিলেন ২০ জন। এছাড়া ছিল চালক ও কন্ডাক্টর। বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সোজা খাদে নেমে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সাহায্য নিয়ে শুরু হয় উদ্ধার কাজ। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।