the editors logo
রবিবার , ৭ জানুয়ারি ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা-৩ আসনে বিপুল ভোটে নৌকার ডা. রুহুল হকের জয়

প্রতিবেদক
the editors
জানুয়ারি ৭, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ

মাহমুদুল হাসান শাওন: সাতক্ষীরা-৩ (দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জের আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলিপ হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৭৩ ভোট।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে ১০টায় এই ফলাফল ঘোষণা করা হয়।

কালিগঞ্জে ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার অনুজ গাইন, দেবহাটার ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুজ্জামান ও আশাশুনির ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার রনি আলম নুর পৃথকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা-৩ আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে এনপিপির আব্দুল হামিদ আম প্রতীকে ৪ হাজার ১৮৩ ভোট, জাকের পার্টির মঞ্জুর হাসান গোলাপ ফুলে ১ হাজার ৮৫৫ ভোট, তৃণমূল বিএনপির রুবেল হোসেন সোনালী আশ প্রতীকে ৮৪৭ ভোট, সাম্যবালী দলের তারিকুল ইসলাম চাকা প্রতীকে ৭৭৮ ভোট পেয়েছেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!