ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় মোটর সাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামিরুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আঠারমাইল-পাইকগাছা সড়কের গোনালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামিরুল ইসলাম তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জামিরুল সকালে মোটর সাইকেলযোগে তালা উপ-শহরে যাচ্ছিলো। পথিমধ্যে গোনালী বাজার এলাকায় পৌঁছালে বিপরীতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।