দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে প্রতিবেশি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) উপজেলার সখিপুর বাজারস্থ আইএফআইসি ব্যাংকের পারুলিয়া উপশাখায় চমকপ্রদ এ প্রতিবেশি উৎসবের আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হাসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, আইএফআইসি ব্যাংক পারুলিয়া উপশাখার ব্যবস্থাপক বাপ্পা ঘোষসহ গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় ব্যবসায়ীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেশি উৎসবে উপস্থিত সকলকে নানা প্রকার ও স্বাদের পিঠা, মিষ্টান্ন ও মুড়ি মুড়কি খাইয়ে আপ্যায়িত করা হরা।