স্পোর্টস ডেস্ক: আগের তিন ওভারে ৩৫ রান দিয়ে ছিলেন খরুচে। যা তার সঙ্গে একদমই বেমানান।
কিন্তু নামটা রশিদ খান। যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে তার। রশিদ খান ঠিক সেটাই করলেন নিজের চতুর্থ ওভারে। দুর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যাচে ফিরিয়ে আনলেন গুজরাট টাইটান্সকে। কিন্তু আইপিএল যেন থ্রিলার সিনেমাকেও হার মানায়। সেই থ্রিলারের নায়ক রিংকু সিং। শেষ ওভারে তার পাঁচ ছক্কায় অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা নাইট রাইডার্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে ৩ উইকেটে হারায় তারা।
রিংকু সিং যদি নায়ক হন তাহলে খলনায়ক ইয়াশ দায়াল। শেষ ওভারে জয়ের জন্য ২৯ রান দরকার ছিল কলকাতার। টি-টোয়েন্টির যুগে হয়তো কোনোকিছুই অসম্ভব নয়। কিন্তু এটি কঠিনতার প্রায় সর্বোচ্চ পর্যায় বলা যায়। আইপিএলের ইতিহাসে শেষ ওভারে এতো রান তাড়া করে জেতার রেকর্ড নেই। ইয়াশ দায়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিংকুকে স্ট্রাইকে আনেন উমেশ যাদব। তখন পর্যন্ত রিংকুই কলকাতার বেঁচে থাকা স্বীকৃতি ব্যাটার। কিন্তু তাই বলে যে, পাঁচ বলে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে বসবেন সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি।