কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ-জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ চন্দ্র সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, এস এম নুরুল আমিন নাহিন প্রমুখ।
সভায় দিবসটি যথাযথ পালন করার জন্য বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।