বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

২১ জুন মাঠে নামছে আর্জেন্টিনা ও ২৫ জুন ব্রাজিল

প্রতিবেদক
the editors
মার্চ ১৪, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: কোপা আমেরিকা ফুটবল আসরের সূচি প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের ২১ জুন থেকে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা। ফাইনালে ১৫ জুলাই। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই খেলতে নামবে গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এ বারের প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। অর্থাৎ, মোট ১৬টি দল নিয়ে হবে প্রতিযোগিতা। এখনও পর্যন্ত ১৪টি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি দু’টি দল এখনও ঠিক হওয়া বাকি।

গ্রুপ ‘এ’: আর্জেন্টিনা, পেরু, চিলি ও যোগ্যতা অর্জনকারী দল, গ্রুপ ‘বি’: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জামাইকা, গ্রুপ ‘সি’: মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানাম ও বলিভিয়া এবং গ্রুপ ‘ডি’ ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে ও যোগ্যতা অর্জনকারী দল।

২১ জুন আসরের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে যোগ্যতা অর্জনকারী দল। তাদের পরের খেলা ২৬ জুন। প্রতিপক্ষ চিলি। ৩০ জুন গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিরুদ্ধে খেলতে নামবে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন। প্রতিপক্ষ যোগ্যতা অর্জনকারী দল। ২৯ জুন প্যারাগুয়ে ও ৩ জুলাই কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল।

প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। তার পরে সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে দিয়ে পাওয়া যাবে এ বারের কোপার চ্যাম্পিয়নকে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!