বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

প্রাণ সায়ের খাল যেন মশা উৎপাদনের কারখানা

প্রতিবেদক
Shimul Sheikh
মার্চ ২৭, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: ‘প্রাণ সায়ের খাল’এক সময় প্রবাহমান ছিল। এই খালই ছিল সাতক্ষীরা শহরের প্রাণ। কিন্তু দখল আর দূষণে খালটি এখন প্রায় অস্তিত্ব সংকটে। জোয়ার ভাটা না হওয়ায় খালের পানি বদ্ধ হয়ে আছে। ফলে পানি থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। পানির রং কালো ও বদ্ধ হওয়ায় মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। কিন্তু কিভাবে এই খালের প্রাণ সঞ্চালন করা যায় সেদিকে খেয়াল নেই সাতক্ষীরা পৌরসভার।

শুধু প্রাণ সায়ের খাল নয় সাতক্ষীরা প্রথম সারির পৌরসভা হওয়া সত্ত্বেও নেই ভালো কোনো ড্রেনেজ ব্যবস্থা। পানি ভালো নিঃষ্কাশন না হওয়ায় পরিণত হয়েছে মশা উৎপাদনের কারখানায়।

শহরবাসীর অভিযোগ, সাতক্ষীরা শহরের ড্রেনেজ ব্যবস্থা তো ভালোই না তার ওপর ভালোভাবে পরিষ্কার করা হয় না। যার ফলে পানি পচে গন্ধ হয়ে যাচ্ছে এবং সেই নোংরা পানি রাস্তায়ও চলে আসে। চলাফেরা করা যায় না। ড্রেনে মশা ভন ভন করতে থাকে। মনে হয় এটা যেন মশা তৈরির কারখানা। হালকা বৃষ্টি হলে ড্রেনের পানি রাস্তার উপরে এসে রাস্তার সাথে একাকার হয়ে যায়।

প্রসঙ্গত, মশা সাধারণত যেকোন স্থানে জমে থাকা পানিতে বংশবৃদ্ধি করতে পারে। তাছাড়া পচা ডোবা, পুকুর, নর্ডমা, পানির ড্রেনে, টায়ার, ব্যারেল, প্লাস্টিকের ড্রামে বংশবৃদ্ধি করা পছন্দ করে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল বলেন, সাতক্ষীরা শহর অস্তিত্ব সংকটে ভুগছে। প্রাণ সায়ের খাল তো দখল আর দূষণে শেষ। শহরের ছোট বড় সকল নদী-খাল সব দখলে। এদিকে সাতক্ষীরা প্রথম সারির পৌরসভা হওয়া সত্ত্বেও ভালো রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা নেই। সবদিক থেকে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার মানুষজন। রাত হলে অতিষ্ঠ হয়ে পড়ে মশার অত্যাচারে। সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ। কিস্তু আন্দোলন সংগ্রাম করেও প্রতিকার পাচ্ছেন না সাতক্ষীরা শহরের মানুষজন। যত দ্রুত সম্ভব প্রাণ সায়ের খাল ও পৌর সভার ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিছন্ন করা না হলে নানা রোগ দেখা দিতে পারে। তাই আমাদের দাবি যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষ এটা দেখবেন।

মানবধিকাকর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, দিন দিন মশার অত্যাচার বেড়ে চলেছে। আমাদের সতর্ক থাকতে হবে। না হলে মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদেরকে সাবধানে রাখতে হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি সংস্থাসহ আমাদের সকলের মশা নিধন প্রতিযোগিতায় এগিয়ে আসতে হবে।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান বলেন, পৌরসভার প্রাণ সায়ের খাল তথা সব ড্রেন পরিষ্কার করার কাজ চলমান আছে। আমরা আরো পদক্ষেপ নেব যাতে করে জলাশয় বা ড্রেনে মশার বংশ বিস্তার না হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!