স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজুর রহমান ফর্মে নেই। যে কারণে, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ সাইডলাইনে বসে দেখতে হয়েছে বাংলাদেশি পেসারকে। বাঁহাতি এই পেসারকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছিল তানজিম সাকিবকে।
ফর্মে না থাকার কারণে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজের খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। বাঁহাতি এই পেসারের ফর্ম বিবেচনায় একাদশে সুযোগ না পাওয়ারই কথা। তবে পরিস্থিতি মোড় নিচ্ছে ভিন্নদিকে। সেই মোড়ে দাঁড়ালে দেখা যেতে পারে মোস্তাফিজের সুদিনের সূর্য।
চেন্নাইয়ের পেস আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে। তবে এই লঙ্কান পেসার পড়েছেন ইনজুরিতে। এদিকে ক্ষণ ঘনিয়ে আসছে আইপিএলেরও।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন পাথিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, ইনজুরির কারণে ৪-৫ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে পাথিরানাকে। যার মানে হলো- চেন্নাইয়ের প্রথম দিকের বেশকিছু ম্যাচ মিস করবেন এই লঙ্কান পেসার।
পাথিরানা ইনজুরিতে পড়ায় কপাল খুলছে মোস্তাফিজের। কারণ, ডেথ ওভারে ভালো বোলিং করার ক্ষেত্রে পাথিরানার অন্যতম ভালো বিকল্প হতে পারেন মোস্তাফিজ। ফলে মোস্তাফিজকে প্রথম কয়েক সপ্তাহ চেন্নাইয়ের জার্সিতে খেলতে দেখা যেতে পারে।
চেন্নাইয়ের কোচ ডাইনে ব্রাভো মনে করছেন, মোস্তাফিজের বোলিংয়ের পেস ও কাটার চিপকের স্লো উইকেটে ভালো কাজে দিতে পারে।
চেন্নাইয়ের কোচ বলেন, ‘২০ মার্চ দলের ক্যাম্পে যোগ দেবেন মোস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ শুরুর কয়েকদিন আগে দলের ক্যাম্পে যোগ দিবেন তিনি। সে জানে, তাকে কী করতে হবে। আর আমরা দেখবো, সে কেমন খেলে।’