সুলতান শাহজান: ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) এ উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বলা হয়, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সেজন্য দপ্তর প্রধানদের সাধারণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।