কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন খুলনা রেঞ্জের বজবজা বন টহল ফঁাড়ির আওতাধীন জাবা নদীর ছেড়ার খাল এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস, হরিণ শিকারের সরঞ্জামসহ একটি নৌকা উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বজবজা বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই হরিণের মাংস সউদ্ধার করা হয়। তবে, এ সময় বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে হরিণ শিকারীরা পালিয়ে যায়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।