ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ভর্তুকি মূল্য তিনটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ উপস্থিত থেকে উপকারভোগীদের কাছে হারভেস্টার তিনটি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, শিবপুর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার আয়রিন সুলতানা, ফিংড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার শুভ মন্ডল প্রমুখ।
ভর্তুকি মূল্যে হারভেস্টার পাওয়া তিনজন উপকারভোগী হলেন, উপজেলার শিবপুর ইউনিয়নের আবুল কালাম, ফিংড়ি ইউনিয়নের শেখ তৌফিকুজামান, ফিংড়ী ইউনিয়নের শেখ আজমির হোসেন।
কম্বাইন্ড হারভেস্টার মেশিন তিনটির মূল্য ৯৭ লাখ টাকা। ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে।
এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।