রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

এবার স্বতন্ত্র নয়, দল থেকে নির্বাচন করবো : হিরো আলম

প্রতিবেদক
the editors
আগস্ট ২৭, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এখন রাজনীতিতেও সরব। চলতি বছর বগুড়া ৪ ও ৬ এবং ঢাকা-১৭ আসনে উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন তিনি।

যদিও আসনে জয়ী হতে পারেননি কিন্তু আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন তিনি। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি দলের পক্ষ থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।

বিষয়টি নিয়ে জানতে চাইলে চ্যানেল 24-কে হিরো আলম বলেন, ‘এবার কোনো একটা দল থেকে নির্বাচন করবো, তবে কোন দল থেকে করবো তা এখনই বলতে চাচ্ছি না। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ নতুন কয়েকটি দলে যোগ দেয়ার অফার আছে।’

স্বতন্ত্র থেকে হঠাৎ দলীয় প্রার্থী হতে চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্বতন্ত্র থেকে ভোটে দাঁড়ায় বলে প্রতিবার আমাকে হয়রানি করে। প্রতিবার কোর্টে গিয়ে প্রার্থীতা ফিরে পাওয়া লাগে। এইসব ঝামেলা যাতে না হয় সেই জন্যেই দলের হয়ে ভোট করবো।’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!