রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে মা ইলিশ সংরক্ষণে র‍্যালি ও আলোচনা

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৭, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে মা ইলিশ সংরক্ষণে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মথুরাপুর ও পশ্চিম সিংহড়তলী আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠনের উদ্যোগে মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় রোববার (২৭ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ বাজারে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা মৎস্য অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ক্লাসটার অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ফিসার্স ফেডারেশনের সভাপতি গোলাম সারোয়ার, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আনিসুর রহমান, সাধনার রানী সরকার প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, সরকার মা ইলিশ সংরক্ষণে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুর, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। একই সাথে এই আইন অমান্যকারীদের সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।

সভায় দশটি মৎস্যজীবী সমিতির ৮০ জন সদস্য অংশ নেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!