মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাকিস্তানে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছে ২০টির বেশি গাড়ি

প্রতিবেদক
admin
এপ্রিল ১৮, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তানের তোরখাম সীমান্তে বিশাল ভূমিধসের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০টির বেশি গাড়া চাপা পড়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) পাকিস্তানের উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়ার তোরখামে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

উদ্ধারকারী দল ১১২২-এর মুখপাত্র বিলওয়াল ফাইজি জানান, ভোরের আগে তারা ভূমিধসের খবর পান। বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের পর এই ভূমিধস হয়।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দু’জনের মরদেহ বের করেছি। আহত রয়েছেন আটজন, যাদের মধ্যে চার জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংস্তূপের নিচে বড় ট্রাকসহ ২০টির বেশি যানবাহন চাপা পড়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, এটা ছোট কোনো ভূমিধস নয় যে আমরা দ্রুত পরিষ্কার করতে পারব। ধ্বংসস্তূপ সরাতে ৬০ জনের বেশি উদ্ধারকারী সদস্য কাজ করছে।

ভূমিধসটি পুরো পর্বত ধসে পড়ার মতো বলেও মন্তব্য করেন তিনি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!