শুক্রবার , ১৪ জুন ২০২৪ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

৮ দিনের ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

প্রতিবেদক
the editors
জুন ১৪, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টানা আট দিন ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। ফলে ১৪ জুন থেকে আগামী ২১ জুন পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এসময়ে পাসপোর্টধারীরা উভয় দেশে যাতায়াত করতে পারবেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকছুদ খান জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের মতামতের ভিত্তিতে ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত ভোমরা শুল্প স্টেশনে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সাথে ১৪ জুন ও ২১ জুন শুক্রবার সরকারি ছুটি হওয়ায় টানা আট দিন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।

এদিকে, ভোমরা ইমিগ্রেশন সূত্র জানায়, পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতেও ইমিগ্রেশন সেন্টার খোলা থাকবে। এসময়ে পাসপোর্টধারীরা উভয় দেশে যাতায়াত করতে পারবেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image