ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৪৭ জনের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজ সেবা অফিসের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪৭ জন রোগীর মধ্যে ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।