ডেস্ক রিপোর্ট: জাঁকজমকপূর্ণ আয়োজনে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো সাতক্ষীরার এসএসসি-৮২ ব্যাচ এর শিক্ষার্থী বন্ধুদের বনভোজন ও মিলন মেলা।
শনিবার (১৮ ফেব্রয়িারি) মন্টু মিয়ার বাগান বাড়ির ভিআইপি স্পটে উৎসবমূখর পরিবেশে এই বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজনকে ঘিরে পিকনিক স্পট ৮২ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। যেখানে তারা শৈশবের উৎসবে মেতে ওঠেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বনভোজন ও মিলনমেলা আয়োজক কমিটির আহবায়ক মিনহাজ আহমেদ, সেক্রেটারি সৈয়দ জয়নুল আবেদীন জসি ও সদস্য নাজনীন আরা নাজু।
এসময় উপস্থিত ছিলেন মিলনমেলা আয়োজক কমিটির ট্রেজারার মাহফুজার রহমান, এস.কে আজিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসান, লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছপিয়ারা খাতুন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, মো. ইয়াকুব আলী, সৈয়দ একতিয়ার আলী তিতু, ডা. রেজা, বকুল, মো. আব্দুল্লাহ, শেখ মাসুদ আলী, মো. বাবর আলী, রবীন মন্ডল, গৌতম, বিদ্যুৎ, নন্দসহ ৮২ ব্যাচের আড়াই শতাধিক শিক্ষার্থী।
বর্ণাঢ্য এই আয়োজনে ছিল খেলাধুলা, নাচ, গান, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএসসি-৮২ ব্যাচ এর সাইরুল ইসলাম।