ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় ৪ দফা দাবিতে রোড মার্চ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৪ আগস্ট) তালা বি দে সরকারি স্কুল মাঠ থেকে রোড মার্চটি বের হয়ে তালা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এসময় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাঈদ ওমর আল-ফয়সাল, ঢাকার সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আব্দুল কাদের, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র রবিউল ইসলাম শেখ, সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় মির্জা সাকিব, ফাইম হোসেন ফুল, শাহ-জালাল আহম্মেদ, মোঃ আল রিদওয়ানুল ইসলাম, তানভীর রহমান, রাবেয়া খাতুনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা ও সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচারের আওতায় আনার দাবি জানান।