ইলিয়াস হোসেন: সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাজার থেকে শুক্রবার (১৬ আগস্ট) রাতে চুরির অভিযোগে একটি পালসার মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, পাটকেলঘাটা থানা এলাকার তৈলকুপি গ্রামের আরশাদ আলীর ছেলে আজহারুল (২৫) ও গনেশপুর গ্রামের জাফর আলীর ছেলে আশরাফুল ইসলাম মনা (২৬)।
জানা যায়, আজহারুল ও আশরাফুল উপজেলার পাটকেলঘাটা থানাধীন জুজখোলা গ্রামের মিনারুল ইসলামের ব্যবহারিত লাল রঙের পালসার মোটরসাইকেলটি চুরি করে গভীর রাতে পালানোর সময় কুমিরা বাজারের নাইট গার্ডের হাতে ধরা পড়ে। এ সময় তাদের সাথে থাকা ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে।
স্থানীয়রা আটক চোর ও জব্দ মোটরসাইকেলটি শনিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।